ব্রেকিং নিউজ
লাগামহীন নিত্যপণ্যের বাজারে ,অসহায় ক্রেতারা মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার
×

খেলা ডেস্ক
প্রকাশ : ২৭/১১/২০২৩, ৩:৪৯:৫০ PM

বিসিবি ছাড়ার ঘোষণা দিলেন পাপন

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। গ্রুপ পর্বে ৯ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে টাইগাররা। বিশ্বমঞ্চে টাইগারদের এমন বাজে পারফরম্যান্সে বেশ নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বেশকিছু সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। গ্রুপ পর্বে ৯ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে টাইগাররা। বিশ্বমঞ্চে টাইগারদের এমন বাজে পারফরম্যান্সে বেশ নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বেশকিছু সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।

সোমবার নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৈঠক শেষে তামিম বের হলে গণমাধ্যমের সামনে কথা বলেন বিসিবি বস পাপন। 

বিসিবি ছাড়ার ইঙ্গিত দিয়ে পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

এদিকে চলতি বছর বাংলাদেশের হয়ে মাঠের ক্রিকেটে তেমন একটা দেখা যায়নি তামিমকে। তবে মাঠে না থেকেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। অবসর কান্ড, ইনজুরি ও বিশ্বকাপ দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ায় তিনি ছিলেন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে।